Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47Kখোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: নিজেকে ভাঙতে জানেন আনুশকা শর্মা। একই ধাঁচের চরিত্রে অভিনয়ে অনাগ্রহী এই নায়িকা ভিন্ন ভিন্ন ভূমিকায় অভিনয় করে সেটাই প্রমাণ করেছেন। এবার ‘সুলতান’ ছবিতে তাকে কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে। আর চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করতে এখন তিনি কুস্তির আখড়ায় সময় পার করছেন। সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
টুইটারে টুইট করে এই তথ্য জানিয়েছেন আনুশকা শর্মা। টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘কষ্ট না করলে কেষ্ট মেলে না। তাই প্রশিক্ষণে ঘাম ঝরছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, ‘সুলতান’ ছবিতে অভিনয়ের সুবাদে সালমান খান কুস্তির আখড়ায় গিয়ে কিল-চড়-লাথি-ঘুষি খাচ্ছেন। আনুশকা শর্মাও থেমে নেই। ‘সুলতানা’ হওয়ার জন্য “োর ঘাম ঝরাতে শুরু করেছেন কুস্তির দঙ্গলে।
যশরাজ ফিল্মসের ছবি ‘সুলতান’ এ আনুশকার ভূমিকা কুস্তিগীরের। এই ভূমিকার জন্য তাকে এক কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই কাজের জন্য দিল্লি থেকে একদল কুস্তিগীরকে মহড়া ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এই দল আনুশকাকে ৬ সপ্তাহের প্রশিক্ষণ দেবে। প্রতিদিন ৪ ঘণ্টা সময় এই প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখতে হয়েছে আনুশকাকে।