Wed. Sep 17th, 2025
Advertisements

16kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : বাংলাদেশি প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া গত বছর থেকে ভারতীয় প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথভাবে একের পর এক সিনেমা নির্মাণ করছে। ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ থেকে শুরু করে ‘অগ্নি টু’, ‘আশিকি’, ‘অঙ্গার’-এর পর মুক্তির অপেক্ষায় আছে ‘হিরো ৪২০’। এইসব ছবিতে অভিনেত্রী বাংলাদেশি হলেও অভিনেতারা ছিলেন কলকাতার।
সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া ফেইসবুকের অফিসিয়াল অ্যাকাউন্টের একটি পোস্টে নায়ক না থাকার বিষয়টি ব্যাখ্যা করেছে। ভারতের বাজারে সমাদর পাওয়ার মতো সৌষ্ঠব সম্পন্ন নায়ক নিশ্চিত করতেই সে পথে হেঁটেছেন জাজ। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে একটি যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে চলেছে জাজ।
পোস্টটিতে বলা হয়েছে, আমরা শাকিব খানকে বলেছি, বডি ফিট করতে এবং তিনি আমাদের কথা দিয়েছে যে শুটিং এর আগেই বডি ঠিক করবে। আমরাও আপনাদের মতো আশা করি উনি বডি ঠিক করবেন। জিত দেবের দেশে মার্কেট পেতে হলে উনার বডি ফিট করা উচিত। কলকাতার বাজার দখল করতে হলে, উনার সিনেমা কলকাতাতে হিট করতে হবে। এর জন্য উনাকে ফিট হতে হবে।