Sun. Sep 21st, 2025
Advertisements

29kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রবিন ঘোষ আর নেই। রাজধানীর গুলশানের কিউর মেডিক্যাল সেন্টারে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিন ঘোষের মৃত্যুর খবরটি জানান তার স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী শবনম। মৃত্যুকালে রবিন ঘোষের বয়স হয়েছিল ৮২ বছর।
শবনম বলেন, দীর্ঘদিন ধরে রবিন ঘোষ ব্রঙ্কাইটিস ও হৃদরোগে ভুগছিলেন। তাকে দুই দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে ওয়ারিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ৬০-এর দশকে চলচ্চিত্র পরিচালক এহতেশাম রবিন ঘোষকে তার চলচ্চিত্রের গানে সুর দেওয়ার জন্য অনুরোধ জানান। রাজধানীর বুকে চলচ্চিত্রের গানের মাধ্যমে তার অভিষেক ঘটে। এরপর থেকে তিনি অগণিত বাংলা ও উর্দু চলচ্চিত্রের গানে সুরারোপ করেন। এর মধ্যে তালাস, পয়সা এবং ভাইয়া অন্যতম।
তুম মেরে হো চলচ্চিত্রটি মুক্তিলাভের পর রবিন ঘোষ করাচিতে চলে যান। সেখানে তিনি চলচ্চিত্রের গানে ১৯৮০-এর দশক পর্যন্ত একাধারে সুর করেন। তিনি আয়না চলচ্চিত্রের গানগুলোয় সুরারোপ করেন। এ চলচ্চিত্রটি পরবর্তীতে পাকিস্তানের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল চলচ্চিত্রের মর্যাদা পায়। রবিন ঘোষ তালাশ (১৯৬৩), চকোরী (১৯৬৭), চাহাত (১৯৭৪), আয়না (১৯৭৭), আম্বার (১৯৭৮) এবং দরিয়ান (১৯৮৪) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে নিগার পুরস্কার লাভ করেন।