খোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : গোপনে কতো কি ঘটে। দুজন মানুষ একজনকে ভালোবাসে ফেলার ঘটনাটাও তেমন অজান্তেই ঘটে। কিন্তু সেই দুজন যদি বোন হয় একে অপরের? আর যে মানুষটির প্রেমে তারা দু’জনই পড়ে বসে আছেন একে অন্যের অজান্তে তিনি হন গৃহশিক্ষক-গল্পটা বেশ জমে ওঠে। এমন গল্প নিয়েই ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো ও পপকর্ণলাইভ.টিভি তৈরি করেছে ভালবাসার ছোট গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ চল”িচত্র ‘বিসর্জন’।
‘বিসর্জন’- এ দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন এলভিন ও সিফাত শাহরিন। শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। প্রতি দুইদিন অন্তর একটি নতুন গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চল”িচত্র তৈরি করা হচ্ছে যা দেখা যাচ্ছে িি.িঢ়ড়ঢ়পড়ৎহষরাব.ঃা-তে।
চল”িচত্রগুলো পরিচালনা করেছেন আতিক জামান, চিত্রগ্রহণ করেছেন আদিত্য মুনির এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি।