Mon. Aug 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : ডাবর আমলা হেয়ার ওয়েল’ নিবেদিত ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘তোমায় ভেবে লেখা’ প্রচারিত হবে ভালোবাসা দিবসে। ১৪ই ফেব্র“য়ারি রবিবার রাত সোয়া টায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে। ‘ফালগুনে ভালোবাসা বৈশাখে প্রেম’ এই থিমের উপর ভিত্তি করে দর্শকের গল্প নিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের নাটক ‘তোমায় ভেবে লেখা।’ এবার দর্শকদের পাঠানো গল্পের মধ্যে থেকে ময়মনসিংহের বিপ্লব দাসের ‘তোমায় ভেবে লেখা’ গল্পটি সেরা গল্প হিসাবে নির্বাচিত হয়েছে।
গল্পটির নাট্যরূপ ও নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত এবং নাটকটিতে অভিনয় করেছে তাহসান খাঁন, নুশরাত ইমরোজ তিশা, আদনান ফারুক হিল্লোল, সাফা কবির, নাবিলা ইসলাম, মিতুল রহমান প্রমূখ।
নাটকটি সম্পর্কে তাহসান খাঁন জানান ‘আমার অভিনয় শিল্পী হিসাবে যাত্রা শুরু হয়েছিলো অনেক বছর আগে, আর যে চরিত্রটি আমি করেছিলাম সেটা ছিল একটা মিউজিশিয়ানের চরিত্রে। এত বছর পর আবারও মিউজিশিয়ান হিসেবে একটি চরিত্রে অভিনয় করতে পারলাম। এই ব্যাপারটি অনেক ভালো লেগেছে। আর নাটকটির গল্প ভীষন ভালো লেগেছে এতে এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে খুবই রিয়েল, বিশেষ করে এই যুগে।
নাটকটিতে ‘তোমাকে চাই’ শিরোনামে একটি মৌলিক গানও রয়েছে। গানটি সুর করেছেন সন্ধি এবং গেয়েছেন তাহসান খাঁন ও কুহু। ডাবর আমলা হেয়ার ওয়েল নিবেদিত ‘তোমায় ভেবে লেখা’। নাটকটি প্রযোজনা করেছে টম ক্রেয়েশনস।

অন্যরকম