খোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ : মোম দিয়ে তৈরি করা হল চুলবুল পাণ্ডেকে। ভাবছেন এ আবার কী চুলবুল পাণ্ডে থুরি সালমান খানকে আবার কী করে মোম দিয়ে বানানো যাবে। বলিউডি সুপারস্টার সালমান খানের জনপ্রিয় ছবি দবাংয়ের নায়ক চরিত্র হল চুলবুল পাণ্ডে। পুলিশে চাকরি করা চুলবুল খুবই রঙিন চরিত্রের।
বজরঙ্গী ভাইজানের চুলবুল পাণ্ডের মোমের স্ট্যাচু বানানোর সিদ্ধান্ত নিয়েছেন বিখ্যাত আর্টিস্ট ওয়াল্ট উইজার্ড। হলিউড নায়ক ব্র“স লি, সিলভেস্টর স্ট্যালনের মোমের স্ট্যাচু বানিয়েছেন ওয়াল্ট উইজার্ড।