খোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ : জনপ্রিয় সংগীত শিল্পী ফুয়াদ আল মুক্তাদির এক কথায় ফুয়াদ নামে পরিচিত। তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন গত ৪ ফেব্র“য়ারি বৃহস্পতিবার সকালে (যুক্তরাষ্ট্র স্থানীয় সময়)।
তার স্ত্রী মায়ার কোলজুড়ে এক কন্যা সন্তান এসেছে। তাঁর কন্যার নাম রাখা হয়েছে আজালিয়া। পারিবারিক সূত্রে জানা গেছে, মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে।
সম্প্রতি ফুয়াদ দম্পতি তাঁদের কন্যার ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ফুয়াদের বাবা হওয়ার খবরে ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন শিল্পী, সহকর্মী ও আত্মীয়-স্বজনরা। ২০০৮ সালের মাঝামাঝি ঢাকায় গানের এক অনুষ্ঠানে মায়ার সঙ্গে পরিচয় হয় ফুয়াদের। এরপর তাদের সম্পর্ক ভালোলাগা থেকে প্রেমে গড়ায়। ২০১১ সালের ১৩ ফেব্র“য়ারি বিয়ে করেন তারা।