খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: আহমেদে ইমতিয়াজ বুলবুল। বাংলাদেশের গুণী সঙ্গীতজ্ঞ। ক্লোজ আপ তারকা সালমাকে নিজের মেয়ের মতোই মানেন এই নক্ষত্র। এবার তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে অদ্ভুত অথচ ভালোবাসার বিরল এক অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তিনি লিখেছেন, ডাক্তার কে বিনীত অনুরোধ করে ‘সালমা’ তার প্রথম কন্যা সন্তান কে ‘সিজারিয়ান অপারেশন’ এর মাধ্যমে জন্ম তারিখের ৯ দিন আগেই জন্ম দিয়েছিল। কারণ, আমার জন্মদিন আর তার কন্যার জন্মদিন যেন একই দিনে পালিত হয়। তাই ‘সালমা’ আমার মেয়ে আমি তার বাবা। “এ ভালবাসার কোনো প্রতিদান হয় কি?” সত্যিই তো ভালোবাসার এই বিরল উদাহরণের প্রতিদান কি হবেৃ