খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : বলিউড সুপারস্টার আমির খান তাঁর টিনসেল টাউনের বন্ধু সলমন খানের আসন্ন ছবি ‘সুলতান’ নিয়ে যথেষ্টই আশাবাদী। তাঁর ধারণা ছবিটি দারুন হতে চলেছে। ‘নীরজা’র প্রিমিয়ার শোয়ে গিয়ে একথা জানিয়েছেন আমির।
আমিরের সাম্প্রতিক ছবির পটভূমি ও সালমানের ছবির বিষয় অনেকটাই এক। ‘সুলতান’ ছবিতে সালমান একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। ‘দঙ্গলে’ আমিরকে দেখা যাবে এক পালোয়ানের চরিত্রে। বলিউডের অন্দরে জল্পনা, সুলতানকে কেন্দ্র করে আমির, সালমানের মধ্যে পেশাগত প্রতিদ্বন্দ্বিতার পারদ চড়বে। কিন্তু তার আগেই সোজাসুজি সালমানের প্রশংসায় পঞ্চমুখ আমির। তাঁর বিশ্বাসস এই ছবি দারুন ভাবে সফল হবে বক্স অফিসে। আগামী ঈদে পর্দায়ে আসছে সালমানের ‘সুলতান’। আমিরের ‘দঙ্গল’ মুক্তি পাবে ডিসেম্বরে।
‘দঙ্গল’ ছবির জন্যে আমির কখনো ২৫ কেজি ওজন বাড়িয়েছেন। কখনও আবার এই ছবির জন্যে মিস্টার পারফেকশনিস্ট ওজন কমিয়েওছেন। আপাতত সময়ই বলবে শেষ হাসি কে হাসবেন।