খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : নুসরাত ফারিয়া-ওম-রিয়া সেন অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘হিরো ৪২০’ নিয়ে সব ধোঁয়াশা কেটে গেছে। পূর্ব নির্ধারিত তারিখ ১৯ ফেব্র“য়ারিতেই মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমাটি।
সম্প্রতি জাজের ফেইসবুক পেইজে জানানো হয়, বিনা কর্তনে সেন্সর সনদ পেয়ে গেছে সিনেমাটি।
ভালোবাসা দিবসের আগে ১২ ফেব্র“য়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘হিরো ৪২০’। তার ঠিক এক সপ্তাহ পরই ১৯ ফেব্র“য়ারি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা। হঠাৎ গুঞ্জন ওঠে সিনেমাটির বিরুদ্ধে আনা হয়েছে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গের অভিযোগ। ফলে বাংলাদেশে সিনেমাটির মুক্তি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।
সব বাধা কাটিয়ে সময়মতোই বাংলাদেশে মুক্তি পাচ্ছে হিরো ‘৪২০’। ২০০৯ সাল মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘মাসকা’র আনুষ্ঠানিক রিমেইক এটি।
‘হিরো ৪২০’ পরিচালনা করেছেন যৌথভাবে টালিগঞ্জের সুজিত মণ্ডল এবং বাংলাদেশের সৈকত নাসির।