Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: হ্যাঁ। ঠিকই পড়ছেন। গত ৯ ডিসেম্বর আদিরা হওয়ার পর থেকেই গৃহবন্দি রয়েছেন রানি মুখোপাধ্যায়। তবে তা স্বেচ্ছায়। মেয়ে হওয়ার পর থেকেই রানির বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বলতে শুধু সোশ্যাল মিডিয়া। অনুরাগীদের সঙ্গেও এ ভাবেই যোগাযোগ রাখছেন। একবারও প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে।
চোপড়া পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা গিয়েছে, রানি এখন ‘সুপার বিজি মম’। মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব নিজে হাতে করতেই পছন্দ করেন নায়িকা। মেয়ের জন্য আলাদা করে ঘরও সাজিয়েছেন তিনি।
আপাতত কেরিয়ারে বিরতি। মেয়ে কিছুটা বড় না হলে বড়পর্দায় ফিরবেন না। মেয়েকে সময় দেওয়াই এখন রানির একমাত্র লক্ষ্য।