খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: বুধবার রাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী পারভিন সুলতানা দিতি মারা গেছেন। সে গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দিতির মেয়ে লামিয়া চৌধুরি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে গুজব ছড়ানো বন্ধ করতে বলেন। তিনি লেখেন, “উনি বেঁচে আছেন। যারা এসব ফালতু গুজব ছড়াচ্ছেন, বন্ধ করুন।”
ভারতের মাদ্রাজের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরেই দিতির ঠাঁই হয় ঢাকার ইউনাইটে হাসপাতাল লিমিটেডে। হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানালেন, “উনি মারা যান নি। এটা শুধুমাত্র একটা মিথ্যা খবরৃরিউমার। আমি আপনাকে নিশ্চিত করে বলছি। আর ম্যাডামের অবস্থা আগের মতো রয়েছে। এমনকি খারাপের দিকেও নয়।”
দীর্ঘদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন মধ্য বয়সী অভিনেত্রী দিতি। দেশের বেশ কয়েকটি হাসপাতালেই চিকিৎসা নিয়ে সন্তুষ্ট হতে না পেরে মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে ভর্তি হন। সেখানকার চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে টিউমার জন্ম নিয়েছে। ২৫ জুলাই ভর্তির পর সেখানেই সফলভাবে অস্ত্রোপচার হয় তার। এরপর দেশে ফিরে আসেন দিতি।
পরবর্তীতে চিকিৎসার উদ্দেশ্যে আবারও মাদ্রাজ যান। টিউমার অপসারণ করা হলেও যন্ত্রণা থেকে মুক্তি পাননি। অস্ত্রোপচারের পর কেমোথেরাপি দেয়া হচ্ছিল তাকে।
এদিকে দিতি দেশে ফেরার পরই তার চিকিৎসার্থে তার মেয়ের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।