খোলা বাজার২৪, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬: মুক্তি পেয়েছে সোনম কাপুরের ‘নিরজা’। বিশেষ করে বলিউডের এই ফ্যাশন আইকন আবারো তার পোশাকের জন্যে দারুণভাবে প্রশংসিত হলেন। ছবিটি নিরজা ভানোত নামের এক এয়ারহোস্টেজের জীবনের ট্রাজেডি এবং সাহসিকতার চিত্র। ১৯৮৬ সালে প্যান অ্যাম ফ্লাইট ৭৩ ছিনতাই হওয়ার পর এই নারী বহু মানুষের জীবন বাঁচিয়েছিলেন। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় নিয়ে বেশ উত্তেজনায় রয়েছেন সোনম। পোশাকে সব সময় আলোচনায় থাকেন তিনি। তাই ফ্যাশনেবল পোশাক নির্বাচনে তার কাছ থেকে কিছু টিপস সবাইরই কাম্য।
আর তাই পূরণ করলেন সোনম। ছেলেদের কেমন পোশাক পরা উচিত এবার সেই টিপস দিলেন লাস্যময়ী।
১. স্টাইলিশ হওয়ার সবচেয়ে ভালো উৎস হলো অনলাইন। ইন্টারনেটে ফ্যাশন-সংক্রান্ত নানা ভালো মানের ওয়েবসাইট রয়েছে। লাল প্যান্টের সঙ্গে ডেনিম জ্যাকেট কিভাবে মানিয়ে যেতে পারে তা সেখানেই বুঝিয়ে দেওয়া হয়েছে।
২. ছেলেদের সবচেয়ে সেক্সি লুকটা আসে সুন্দর একটি প্যান্টের সঙ্গে রুচিশীল একটি ব্লেজার। এর সঙ্গে শার্ট বা হাতা ভাঁজ করা ব্লেজার।
৩. যদি লেদারের জ্যাকেটের মতো রুক্ষ লুক আনতে চান, তবে তা বাহুলবর্জিত এবং স্লিম ফিটের হওয়া উচিত।
৪. দেহের জন্যে পোশাক পরুন। এটা নারী-পুরুষ উভয়ের জন্যে প্রযোজ্য। পেট একটু মোটা হলে আঁটোসাঁটা পোশাক না পরাই ভালো। এর সঙ্গে ঢিলেঢালা প্যান্ট পরাটা মোটেও মানানসই হবে না।
৫. দৃষ্টিনন্দন ও ক্ল্যাসিক ডিজাইনের স্যুট পরা উচিত। এর জন্যে দারুণ দুটো ব্র্যান্ড হলো টম ফোর্ড এবং হল্ট রেনফ্রিউ। এরা পছন্দের ডিজাইনের স্যুট তৈরি করে।
৬. পুরুষের হাতে ঘড়ি অদ্ভুত ব্যক্তিত্ব এনে দেয়। সময়ের সঙ্গে দারুণ একটি ব্র্যান্ড কার্ল ল্যাগারফিল্ড, মনে করেন সোনম।
৭. ভালো পোশাকে দারুণ মানিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জের মতো। ভালো মানের ভালো পোশাক পরা উচিত।
৮. হালকা ব্যাকগ্রাউন্ডে একটু গাঢ় রংয়ের পোশাক সব সময় ভালো লাগে। দেহের সঙ্গে বেশ আরামদায়ক হয়ে ফিট থাকে এমন মাপ সুন্দর দেখায়। তবে বেশি আঁটোসাঁটো বিদঘুটে মনে হতে পারে।
৯. খুব বেশি জটিলতা সৃষ্টি করতে নেই। পোশাকে বেশি জটিলতা আনতে ওস্তাদ নারীরা। খুব বেশি জিনিসপত্র ঠাসা দেহ দেখতে মোটেও ভালো লাগবে না। সরল ও সাধারণ পোশাক দারুণ রুচিশীল।