Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: বলিউড অভিনেতা রনবীর কাপুরের বয়স এখন ৩৩। তার বিয়ের বয়স হয়ে গেছে। তাই নিজের পছন্দমতো মেয়ে খুঁজে তার এখনই বিয়ে করে সাংসারিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তার বাবা বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।
তবে ছেলের জন্য তিনি ঘটকালি করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। টাইমস নিউজ নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মি. কাপুর। খবর টাইমস অব ইন্ডিয়ার সাক্ষাৎকারে ঋষি কাপুরকে প্রশ্ন করা হয়েছিল-আপনি কি চান রনবীরের এখনই নিজের পছন্দসই মেয়ে খুঁজে বিয়ে করা উচিত? এর উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, তার তা উচিত। তার বয়স এখন ৩৩। কিন্তু তা সত্ত্বেও কাকে সে পছন্দ করবে এটা পুরোটাই তার [রনবীর] বিষয়।
আমার কাকে বিয়ে করা উচিত এ ব্যাপারে আমি কখনোই বাবাকে জিজ্ঞেস করিনি। আমি স্রেফ আশীর্বাদের জন্য তার কাছে গিয়েছিলাম। রনবীরও এক্ষেত্রে আমাদের আশীর্বাদ চাবে, অনুমতি নয়। আমি কখনোই তার জন্য ঘটকালি করবো না।’ রনবীর তার নিজের ইচ্ছাতেই চলচ্চিত্রে ক্যারিয়ার বেছে নিয়েছে বলেও জানিয়েছেন মি. কাপুর। তাই সন্তানদের যে বিষয়ে আগ্রহ নেই তা করার জন্য চাপাচাপি করাটা অভিভাবকদের ঠিক না বলেও সাক্ষাৎকারে বলেন তিনি।