Thu. Sep 18th, 2025
Advertisements

41kখোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: ছেলে সেন্ট ওয়েস্টের ছবি পোস্ট করলেন কিম কার্দাশিয়ান। আজ তিনি ছবিটি পোস্ট করেছেন নিজের অ্যাপ, ওয়েবাসাইটে ও টুইটারে। কিম কার্দাশিয়ানের বাবা প্রয়াত রবার্ট কার্দাশিয়ানের জন্মদিন আজ। তাঁকে সম্মান জানাতেই ছেলের ছবিটি শেয়ার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, বাবা রবার্ট কার্দাশিয়ান তাঁর নাতিকে দেখতে চেয়েছিলেন।
কিন্তু তা সম্ভব হয়নি। সেজন্যই সবার সঙ্গে আজ সেন্টের ছবিটি শেয়ার করতে চেয়েছেন তিনি। ছবিতে সেন্ট ওয়েস্টকে ঘুমন্ত অবস্থায় দেখা গেছে। মাথার কাছে উপরের দিক সেন্টের দুই হাত তোলা রয়েছে। এর আগে ৪ জানুয়ারি সেন্টের প্রথম একটি ছবি পোস্ট করেছিলেন কিম। সেখানে শুধু তাঁর হাতের সঙ্গে সেন্টের একটি আঙুল ধরে থাকার ছবি পোস্ট করা হয়েছিল। গত বছরের ৫ ডিসেম্বর সেন্টের জন্ম হয়।