Wed. Sep 17th, 2025
Advertisements

10kখোলা বাজার২৪ বুধবার,২৪ ফেব্রুয়ারি ২০১৬:দেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহানা মিলি। অভিনয় দিয়ে নিজেকে পরিচিত হয়েছেন দেমের নাট্যপ্রিয় মানুষের কাছে। ক্যারিয়ারের স্বার্থে কত ধরনের চরিত্রেই তাঁকে অভিনয় করতে হয়েছে। এবার সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’ নামের ধারাবাহিক নাটকে ফারহানা মিলিকে চিত্রনায়িকা চরিত্রে দেখা যাবে।
এ বিষয়ে ফারহানা মিলি জানিয়েছেন, অভিনেত্রী হওয়ার পরও এমন একটি চরিত্রে কাজ করা মোটেও সহজ নয়। আয়নায় নিজের যেভাবে দেখা যায়, সেভাবে অনুকরণ করাটা যেমন কঠিন, নায়িকার চরিত্র ফুটিয়ে তোলাও ততটাই কঠিন।