Tue. Sep 16th, 2025
Advertisements

11kখোলা বাজার২৪ বুধবার,২৪ ফেব্রুয়ারি ২০১৬: সচেতনমূলক ‘ডেইজি টকিং বুক’ নামের একটি তথ্যচিত্রে অভিনয় করলেন চিত্রনায়ক ফেরদৌস। সম্প্রতি রাজধানীর শিশুপার্কে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়।
ফেরদৌস জানান, বাংলাদেশ সরকারের সহায়তায় অন্ধ মানুষের জন্য সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে। নাম ‘ডেইজি টকিং বুক’। একে অডিও ভিজুয়াল [দেখা আর শুনতে পারা] বইও বলা যেতে পারে। যারা অন্ধ বা যারা কানে শোনেন না তাদের জন্যই মূলত বইটি। এটি নির্মাণ করেছেন পূরবী মতিন।’
তথ্যচিত্রে দেখা যাবে, ফেরদৌস তার মেয়েকে নিয়ে পার্কে বসে গল্প করছেন। পাশ থেকে ছোট্ট এক মেয়ে জিজ্ঞেস করে, তোমরা কেন হাসছ? ফেরদৌস বলেন, আমরা বই পড়ে হাসছি। তখন মেয়েটি বলে, আমিও পড়তে চাই। ফেরদৌস বলেন, তুমি তো দেখতে পাও না। সাধারণত এ বইটা তোমার জন্য নয়। তোমার প্রয়োজন ‘ডেইজি টকিং বুক’।
ফেরদৌস আরও বলেন, ‘মানুষের দেহের কোনো একটা অংশ যদি বিকল থাকে, আর যদি সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যায় তাহলে জীবনটাকে উপভোগ করা যায়।