খোলা বাজার২৪ বুধবার,২৪ ফেব্রুয়ারি ২০১৬: ১যে কোন সিনেমার প্রধান কেন্দ্রবিন্দু থাকে নায়ক ও নায়িকা। তাদেরকে সকলের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। কিন্তু যখন নায়িকার বয়স ১০০ বছর, তখন?
ভিডিওতে এমন একজন নারীর দৃশ্যায়ন করা হয়েছে, যার বয়স ১০০ বছর। তিনি এই বৃদ্ধা বয়সে প্যারাসুটে উড়ে বেড়াচ্ছেন।
দক্ষিণ আফ্রিকার শতবর্ষী এই নারীর নাম জর্জিনা হাওয়ার্ড। তিনি তার জন্মদিন পালন করার জন্য বেঁছে নিলেন এই আকাশ পথের ভ্রমণ। তার এই ভ্রমণ দেখার সঙ্গী হতে শুধু তার আত্মীয়স্বজন নন, উৎসুক জনতাও সেখানে ভীর করেন। জন্মদিনের পাশাপাশি সমুদ্রের পাশে তহবিলের জন্য তিনি এই প্রয়াস চালান।
স্কাই ড্রাইভিং ইতিপূর্বেও অনেক করেছেন তিনি। কিন্তু সামনে তার উদ্দেশ্য সাগরের নিচে যেয়ে হাঙ্গরের সাথে আলাপ করা।
তার দুঃসাহসী অভিযানের ভিডিওটি দেখতে