Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪ বুধবার,২৪ ফেব্রুয়ারি ২০১৬:.বাবা মহেশ ভাটের চিত্রনাট্যে দেড় যুগ পর (আঠারো বছর) অভিনয়ে ফিরছেন বলিউডের অভিনেত্রী পূজা ভাট। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীর ১৯৮৯ সালে অভিনয়ে অভিষেক হয়েছিল তাঁর বাবা মহেশ ভাটের ‘ড্যাডি’ ছবির মাধ্যমে।
‘ড্যাডি’ ছবিতে পূজা ভাট এমন এক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যে মেয়েটি তাঁর বাবাকে অসম্ভব ভালোবাসে আর মদে আসক্ত বাবাকে ভালোবাসা ও সেবা-শুশ্রূষার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।
পূজা জানিয়েছেন, তাঁর এই নতুন ছবিটির কাহিনি ‘ড্যাডি’ ছবির একদম উল্টো। এই অভিনেত্রী জানিয়েছেন, এ ছবিতে তিনি এমন একজন নারীর চরিত্রে অভিনয় করছেন যে খুব উচ্চাকাক্সক্ষী। আর এই উচ্চাকাক্সক্ষার কারণে, ব্যস্ত জীবনে অর্থ ও ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে সে তার মেয়েকেই ছেড়ে যায়।
পূজা আরও জানিয়েছেন, ছবিতে তাঁকে দেখা যাবে মদে আসক্ত হয়ে অবসাদ আর বিষাদে ডুবে থাকতে।
অভিনয় প্রসঙ্গে পূজা ভাট জানিয়েছেন, তিনি খুব বেশি ছবি হাতে নিতেন না। আর তাঁর বাবা যখন পরিচালনা ছেড়ে দেন, এর পরপরই তিনিও অভিনয় ছেড়ে দেন। পূজা জানিয়েছেন, ‘অবশ্য এখন অনেকেই বেশ ভালো ছবি বানাচ্ছেন। কাহিনিও ভালো। আর তাঁর বাবাই যখন নতুন ছবির চিত্রনাট্য লিখেছেন। তাই তিনি অভিনয়ে ফেরার কথা ভেবেছেন।
পূজা ভাট সর্বশেষ অভিনয় করেছিলেন ১৯৯৮ সালে ‘জখম’ ছবিতে। এ ছবিরও নির্মাতা ছিলেন মহেশ ভাট। ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘সড়ক’, ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’ ছবির সফল অভিনেত্রী পূজা বর্তমানে ব্যস্ত তাঁর ‘জিসম ৩’ ছবির কাজ নিয়ে। এ ছবিটি পরিচালনা করছেন তিনি।