Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: জেল থেকে শাস্তি ভোগ করে বাড়ি ফিরেছে পুরনো বন্ধু। সেই খুশি সালমান খানের থেকে আর কে ভাল বুঝবে! সঞ্জুবাবার খাতিরে বৃহস্পতিবার রাতেই বিরাট পার্টি দিচ্ছেন সল্লু মিঞা। পানভেলে সালমানের বিলাসবহুল ফার্ম হাউসে রাতভর চলবে মুক্তির উল্লাস। উপস্থিত থাকবে দত্ত এবং খান পরিবার, সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা।
বলিউডের অনেক রথীমহারথীও নেমতন্ন পেয়েছেন বলে খবর। তবে ঠিক কে কে আমন্ত্রিত, জানার উপায় নেই। পার্টি থেকে সংবাদ মাধ্যমকে দূরে রাখার বিশেষ ব্যবস্থা করেছেন সালমান। এদিন মুম্বাই বিমানবন্দরে নিজের চার নিরাপত্তারক্ষীকে সঞ্জয় দত্তের জন্য পাঠিয়ে দিয়েছিলেন, যাতে উটকো লোকে কাছে ঘেঁষতে না পারে। বলিউডে বাকিরাও মহাখুশ।
সতীশ কৌশিক : স্বাগত সঞ্জয় দত্ত। দুঃস্বপ্নের দিন শেষ। আইনের কাজ সম্পূর্ণ হয়েছে। নতুন মানুষ, নতুন জীবন। সঞ্জয়ের পরিবারকে শুভেচ্ছা। ঈশ্বরকে ধন্যবাদ। ঋষি কাপুর : জীবনের মূলস্রোতে স্বাগত। এবার কিছু মনে রাখার মতো সিনেমা তৈরি হোক। মহেশ ভাট : ঘরে ফেরা! জুহি চাওলা : সুস্বাগতম সঞ্জয়! দত্ত পরিবারের জন্য দারুণ খুশি। সঞ্জয়ের ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক। মাসাবা মান্তেনা : ‘স্বাধীনতা সহজ পথে আসে না।’ সত্যিই! সঞ্জয় দত্ত এবং তাঁর পরিবারের জন্য রোমাঞ্চ হচ্ছে। ওঁদের অনুভূতির কথা ভাবলে ভাল লাগছে। সাজিদ খান : অগ্নিপরীক্ষা শেষ। সমাজের ঋণ শোধ হয়ে গেছে। বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তরা সকলেই এই দিনের অপেক্ষায় ছিল।
ঘরে স্বাগত বাবা! রণবীর শোরি : অন্যের ভুলের দায় একমাত্র নিজের ঘাড়ে নিতে একমাত্র মহামানবরাই পারে। স্বাগতম মুন্নাভাই! রাজ কুন্দ্রা : সঞ্জয় ভাই এখন স্বাধীন মানুষ। তাঁর জন্য ভীষণ খুশি। এখন হারিয়ে যাওয়া সময়গুলো ফিরে পাওয়ার অপেক্ষা। উন্মেষ শুক্ল : আমরা সবাই সঞ্জয়ের মুক্তিতে খুশি। আজই আমি ওঁর সঙ্গে দেখা করছি না। আজকের দিনটি পরিবারের জন্য থাক। শীঘ্রই নতুন ছবির গল্প নিয়ে দেখা হবে ওঁর সঙ্গে। মধুর ভাণ্ডারকর : সঞ্জয় দত্তের সামনে এখন উজ্জ্বল ভবিষ্যত। সবকিছুর পরেও ওঁর জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি। আমি নিশ্চিত, খুব শীঘ্রই ভাল ভাল ছবি পাওয়া যাবে তাঁর থেকে। গ্রেসি সিং : আমি খুবই খুশি ওঁর জন্য। ‘মুন্নাভাই’ এর তৃতীয় পার্ট তৈরি হলে ওঁর সঙ্গে আমি কাজ করতে ইচ্ছুক, যদি সুযোগ দেওয়া হয়।