Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬লাক্সতারকা মেহজাবিন চৌধুরী দেশের বহুজাতিক বিপণন প্রতিষ্ঠান আরএফএল-এর একটি বিজ্ঞাপনে চিত্রে কাজ করবেন বলে শিডিউল ফাঁসিয়েছেন। দৃশ্যধারণের দিন সকালে তিনি সেটে না এসে পরিচালককে মোবাইল বার্তায় বিজ্ঞাপনটি করবেন না বলে জানান। এতে বিপাকে পড়েন পরিচালক মাসুদ জাকারিয়া সাবিন। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে শোবিজে।
জানা গেছে, আরএফএল-এর কিছু কুকিং প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন লাক্সসুন্দরী মেহজাবিন। বিজ্ঞাপনটির ত্রায়ন হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সকালে রাজধানীর কোক স্টুডিওতে। এর নির্মাণের দায়িত্বে ছিলেন মাসুদ জাকারিয়া সাবিন। সবকিছু ঠিক থাকলেও বিগ বাজেটের এ বিজ্ঞাপনটির শুটিং স্পটে হাজির হননি মেহজাবিন।
এ প্রসঙ্গে বিজ্ঞাপনটির নির্মাতা মাসুদ জাকারিয়া সাবিন বলেন, ‘আগের দিন রাতেও মেহজাবিন জানিয়েছিলেন ঠিক সময়ে স্পটে হাজির হবেন। কিন্তু সকালে সব যখন তৈরি হয় তখন তাকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। কিছুক্ষণ পর মেহজাবিনের ফোন নম্বর থেকে ক্ষুদেবার্তা আসে তিনি বিজ্ঞাপনটিতে কাজ করবেন না।’
নির্মাতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কয়েক দফায় মেহজাবিন বিজ্ঞাপনটিতে কাজের জন্য শিডিউল দেন। তার অনেক অহেতুক এবং অবাঞ্চিত আবদারও আমরা মিটিয়েছি তাকে নিয়ে কাজটি করার প্রস্তুতি নিয়েছিলাম বলে। তারপরও তিনি এমন অশোভন আচরণ করবেন এটা ভাবতেই পারিনি। পরে উপায় নানা পেয়ে পিয়া বিপাশাকে দিয়ে বিজ্ঞাপনের নির্মাণ কাজ শুরু করেছি। পিয়ার কাছে আমি কৃতজ্ঞ যে তিনি বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন।’
নির্মাতা সাবিন এও বলেন, তার এমন আচরণে আমার অনেক ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে সম্পর্ক আর বিশ্বাসের। তার মতো একজন তারকা এমন কথার বরখেলাপি করলে নতুনরা কী করবে?দ
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহজাবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো জবাব না দিয়ে শুটিংয়ের অজুহাত দেখিয়ে ফোন রেখে দেন।
এই ঘটনার পর মেহজাবিনকে নিয়ে সমালোচনার ঝড় বইছে মিডিয়াপাড়ায়। সংশ্লিষ্টরা অনেকেই মেহজাবিনের এমন আচরণের জন্য জবাবদিহিতা দাবি করেছেন। তারা মনে করেন, জবাবদিহিতা নেই বলেই শিল্পীরা শিডিউল ফাঁসানোর সাহস করেন। এর বিরুদ্ধে সবার সম্মিলিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।