Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23kখোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: অনেকেই বলেন তাঁর সঙ্গে বিরাট মিল রয়েছে একজনের। সেই ‘একজন’-এর প্রসঙ্গ এলে কিছুটা নিষ্প্রভও হয়ে যান তিনি। একটু থমকে জানান, না, তেমন কোনও সাদৃশ্য তিনি তো কখনও খুঁজে পাননি।
সোনাক্ষীর সঙ্গে প্রাক্তন বলিউড তারকা রিনা রায়ের মুখাবয়বের আশ্চর্য সাদৃশ্য লক্ষ করেন অনেকেই। তার কারণ অনুসন্ধান করতে গেলে তো ফিরতে হয় ৪০ বছর পিছনে। ১৯৭০ দশকে রিনা রায় তাঁর ঝকঝকে উপস্থিতিতে আকৃষ্ট করেন বিপুল সংখ্যক দর্শককে। আর এই সময়েই শত্রুঘœ সিংহের সঙ্গে তাঁর রোম্যান্স নিয়ে বিরাট গুঞ্জন ওঠে বলিউডে।
তার পরে একদিন সেই লাভ স্টোরি ফুরোয়। রিনা বিয়ে করেন মহসিন খানকে। তাঁর জীবন বয়ে যায় অন্য খাতে। শত্রুঘœও তাঁর কেরিয়ারকে নিয়ে যান অন্য ময়দানে।
সম্প্রতি তাঁর বাবা আর রিনা রায়ের সম্পর্ক নিয়েই মুখ খুললেন সোনাক্ষী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর বাবা ও রিনা রায়ের রোম্যান্স যখন ঘটেছিল, তখন তাঁর জন্মও হয়নি। বড় হয়ে, বুঝতে শিখে তিনি অনুভব করেছেন ব্যাপারটা। তার পরে তাঁর মনে হয়েছে, অতীতে কী ঘটেছিল, তার জন্য তাঁর বাবাকে কাঠগড়ায় দাঁর করানোর কোনও মানে হয় না।
প্রত্যেকেরই একটা অতীত থাকে। তাকে আঁকড়ে কেউ কি সারা জীবন কাটান? এসব গল্প রসাল গসিপের উপাদান হতে পারে। কিন্তু তাঁর পারিবারিক সম্পর্ককে তিনি পরিবারের বিন্দু থেকেই দেখতে চান। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
আর রিনা রায়ের চেহারার সঙ্গে সাদৃশ্য নিয়ে প্রশ্ন উঠলে বেশ ঝেঁঝেই ওঠেন সোনাক্ষী। জানান, তাঁর সঙ্গে তাঁর মা পুনম সিংহের সঙ্গেই তাঁর মিল বেশি।
প্রসঙ্গত, পুনমও ছিলেন ১৯৭০ দশকের বলিউড অভিনেত্রী। তাঁর ‘স্ক্রিন নাম’ ছিল ‘কোমল’।