Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: দিনের দীর্ঘ শিডিউলে গলদঘর্ম হয়ে রাতে বেঘোরে ঘুমাতে ভালোবাসেন সাইফ আলী খান। তবে সম্প্রতি এক রাতে ঘুমাতে পারলেন না নবাব! তার কারণ, অর্জুন কাপুরের ফোন। রাত ১২টার পর কারিনাকে ফোন করে পাতৌদির নবাবের ঘুমের বারোটা বাজালেন অর্জুন! আর এতে রেগেমেগে অগ্নিশর্মা হয়ে কারিনা-অর্জুনকে ধমক লাগালেন সাইফ।
স্পটবয় ডটকম জানিয়েছে, রাত তখন বেশ গভীর। বেজে উঠল কারিনার ফোন। এত রাতে কে ফোন করছে তাকে? উৎসুক সাইফ ফোন হাতে নিয়েই দেখলেন, স্ক্রিনে ফুটে উঠেছে অর্জুনের নাম। এতে রক্ত মাথায় উঠে যায় সাইফের।
ওই দিনই প্রথম নয়, এর আগে বহুবার অনেক রাতে কারিনাকে ফোন করেছেন অর্জুন। টের পেয়েও কিছুই বলেননি সাইফ, কিন্তু ওই রাতে আর চুপ করে থাকেননি তিনি। রেগে গিয়ে কারিনা ও অর্জুনের এক হাত দেখে নিয়েছেন।
ফোনে অর্জুনকে বকাঝকা করে বলেছেন, রাত ১২টার পর কোনো মহিলাকে ফোন দেয়া অভদ্রতা। জরুরি কাজ হলেও রাতে ফোন না দিয়ে সকালে কথা বলা উচিত।
সূত্রের খবরে প্রকাশ, সাইফ এও বলেছেন, কারিনা অর্জুনের সিনিয়র, কারিনাকে তার সেই সম্মানটা দেওয়াটা উচিত।
এ সময় কারিনা কি বলেছেন তা অবশ্য জানা যায়নি। জানা যায়নি অর্জুনের প্রতিক্রিয়াও।
১ এপ্রিল মুক্তি পেতে চলেছে অর্জুন কাপুর এবং কারিনা কাপুরের নতুন ছবি ‘কি অ্যান্ড কা’। এই ছবিতে দু’জনকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে। শুটিং করতে করতে দু’জনের মধ্যে যে ভাব-ভালবাসা বেড়ে উঠেছে, তা নিয়ে নানা কানাঘুষা চলছে বি-টাউনে।
কিছুদিন আগে কারিনা আবার সংবাদমাধ্যমকে বলেছেন, সাইফ একদম রান্না করতে পারেন না। অথচ অর্জুন দারুণ রান্না করেন। এও বলেছেন, তিনি অর্জুনকে বলবেন সাইফকে রান্না শেখাতে।
এইসব কথায় সাইফের কী প্রতিক্রিয়া ছিল, তা জানা যায়নি। কিন্তু সম্ভবত তিনি খুব ভাল চোখে দেখেননি বিষয়টিকে।