খোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: বাংলাদেশ ধ্রুব সাংস্কৃতিক পরিষদের অধীনে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির ব্যবহারিক পরীক্ষা বৃহস্পতিবার রাইজিং সান কেজি এন্ড হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলাসহ রাজস্থলী, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনীয়া থেকে ৩৩০ জন পরীক্ষার্থী চারুকারু, রবীন্দ্র, নজরুল, লোক, তবলা, নৃত্য, আবৃত্তি এবং শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে অংশ নেন। পরীক্ষক ছিলেন এডভোকেট অরুন কুমার দত্ত, স্বরূপ দেবনাথ, সঞ্জীব চৌধুরী এবং ডা. শম্ভুনাথ চাকমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই সাংস্কৃতিক একাডেমীর অধ্যক্ষ রাজেশ সাহা, সভাপতি জয়সীম বড়ুয়া, সহ-সভাপতি সুধীর ধর, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, শিশির, ফনীন্দ্রলাল ত্রিপুরা, বিপুল বড়ুয়া, ত্রিদিপ মুৎসুদ্দী, সুজিত সুত্রধর, উর্মি বনিক, সঙ্গীতা দত্ত, ফুলু দাশ, রকি বিশ্বাস, কুসুম বড়ুয়া ও শিমলা ভট্টাচার্য্য।
পরীক্ষার অন্যতম আকর্ষণ ছিল নৃত্য। এতে অংশ নেয় সেজুতি, অবন্তি, কবিতা, তুলি, জাফরিন, মাহিয়া, প্রিয়ন্তি, হ্লা হ্লা চিং এবং অনির্বান। পরীক্ষা পর্যবেক্ষণ করেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কেপিএমের কর্মকর্তা এমরান হোসেন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিছুর রহমান।
আগামী তিন মাস পর ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে ঝুলন দত্ত জানান।