Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: মনের গহীনে’ শিরোনামের নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক ইমন ও অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।
নাটকের গল্প প্রসঙ্গে সরদার রোকন বলেন, ‘এক কথায় রোমান্টিক গল্পের একটি নাটক মনের গহীনে। নাটকে দেখা যাবে শবনমের গায়ে হলুদ হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তার বিয়ে হচ্ছে না। কারণ দর্শক নাটকেই দেখবেন। এমন আরও বেশকিছু চমক থাকছে নাটকটির মধ্যে। আশা করি সবার ভালো লাগবে।’
শবনম ফারিয়া বলেন, ‘নাটকের প্রয়োজনে অনেকবার বউ সেজেছি। এবার গায়ে হলুদের একটি ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে অনেকেই অভিনন্দন জানিয়ে মজার মজার কমেন্ট করছেন। সব মিলিয়ে নাটকটিতে অভিনয় করে ভালো লেগেছে।’
এরই মধ্যে নারায়ণগঞ্জের রুপগঞ্জে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন— শিখা খান, তারেক মাহমুদ, তানভীর প্রমুখ।
নির্মাতা সূত্রে জানা গেছে শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।