Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22kখোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: কারিশমা কাপুর এবং সঞ্জয় কাপুরের বিবাহ বিচ্ছেদের মামলায় কাঁদা ছোড়াছুড়ি চলছেই। এবার স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবীর অভিযোগ তুলেছেন কারিশমা। সঞ্জয় ও তার মা রানি সুন্দর কাপুরের নামে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেছেন এই অভিনেত্রী।এর আগে বিচ্ছেদ চেয়ে আদালতে দায়ের করা নথিতে কারিশমাকে ‘অর্থলোভী’ বলে উল্লেখ করেন সঞ্জয়। কারিশমাকে একজন ব্যর্থ স্ত্রী, বধূ এবং মা দাবী করে ৪৬ বছর বয়সী এই ব্যবসায়ী বলেন, তার অর্থের লোভেই রাজ কাপুরের নাতনি তাকে বিয়ে করেন।
কারিশমা-সঞ্জয়ের বিচ্ছেদের মামলা একে অপরকে দোষ দেয়ার খেলায় পরিণত হয় যখন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সন্তানদের দেখভালের সম্মতি দিয়েও তা প্রত্যাখ্যান করেন কারিশমা। তিনি দাবী করেন, চুক্তি অনুযায়ী তাদের দুই সন্তানের কিছু আর্থিক চাহিদা মেটাতে পারেননি সঞ্জয়।
এদিকে ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, কুখ্যাত সন্ত্রাসী রাভি পূজারীর কাছ থেকে ক্রমাগত মৃত্যু হুমকি পাওয়ার দাবী করছেন সঞ্জয়। আর সেজন্য মামলার সব কার্যক্রম নয়া দিল্লিতে সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। মার্চের তিন তারিখে তাদের মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।