Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22kখোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : বরাবরের মতোই লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল বিনোদন জগতে বছরের সবচেয়ে প্রতীক্ষিত আসর। ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্সের পর্দা উঠেছে ‘সাদা অস্কার’ হওয়ার বিতর্ককে মাথায় নিয়ে। ভিন্ন বর্ণের বিশেষ করে কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পী ও কলাকুশলীরা একটিও বিভাগে মনোনয়ন না পাওয়ার বিষয়টি চর্চিত ও সমালোচিত হওয়ার কারণেই হয়তো মঞ্চে কালো শিল্পীদের উপস্থিতি একটু বেশিই চোখে পড়ছে। উপস্থাপক ক্রিস রক বার বার টেনে আনছেন বিষয়টি আর ইঙ্গিতে বুঝিয়ে দেয়ার চেষ্টা করছেন অ্যাকাডেমির আচরণ বৈষম্যমূলক নয়। তবে এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অবশেষে লিওনার্দো ডি ক্যাপ্রিওর অস্কার জয়। ষষ্ঠবার মনোনয়ন পাওয়ার পর অবশেষে শিকে ছিঁড়েছে এই অভিনেতার ভাগ্যের।
এবার এক নজরে দেখে নেয়া যাক কে কোন বিভাগে সেরা:
সেরা চলচ্চিত্র: স্পটলাইট
সেরা অভিনেতা: লিওনার্দো ডি ক্যাপ্রিও ( দ্য রেভনেন্ট)
সেরা অভিনেত্রী: ব্রি লার্সন (রুম)
সেরা পরিচালক: আলেহান্দ্রো গনজালেস ইনারিতু (দ্য রেভনেন্ট)
পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেতা: মার্ক রায়লেন্স (ব্রিজ অফ স্পাইস)
পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেত্রী: অ্যালিসিয়া ভিকান্দার (দ্য ড্যানিশ গালর্)
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: ‘সন অফ সল’ (হাঙ্গেরি)
সেরা তথ্যচিত্র: ‘এমি’
সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র: ‘আ গালর্ ইন দ্য রিভার: দ্য প্রাইস অফ ফরগিভনেস’
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘ইনসাইড আউট’
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘বিয়ার স্টোরি’
সেরা মৌলিক চিত্রনাট্য: জশ সিঙ্গার ও টম ম্যাকার্থি (দ্য বিগ শর্ট)
সেরা সাহিত্যনির্ভর চিত্রনাট্য: চালর্স র্যানডল্ফ ও অ্যাডাম ম্যাককে (স্পটলাইট)
সেরা মৌলিক সংগীত: এনিও মরিকনি (দ্য হেইটফুল এইট)
সেরা মৌলিক গান: “রাইটিংস অন দ্য ওয়াল”, জিমি নেপস ও স্যাম স্মিথ (স্পেক্টার)