Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23kখোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : কিছু সময় থাকে যখন মানুষ পরের সুখের আনন্দে কাঁদে। তেমনই এক অনন্য আবেগে আক্রান্ত আজ পুরো হলিউড তারকারা। ছয় ছয়বার মনোনীত হয়েও যে অস্কারটি অধরা ছিলো অভিনয়ের বিস্ময় প্রতিভা লিওনার্দো ডি ক্যাপ্রিওর কাছে, সেটি অবশেষে ধরা দিল সপ্তমবারে এসে।
পুরস্কার ঘোষণায় নিজের নাম শুনে আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি লিও। যখন তিনি মঞ্চে উঠছিলেন তার সম্মানে লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে উপস্থিত প্রত্যেকেই উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছেন।
তবে সব আলো কেড়ে নিয়েছেন টাইটানিকে লিওনার্দোর নায়িকা কেট উইন্সলেট। জ্যাকের অস্কার প্রাপ্তিতে ধরে রাখতে পারেননি রোজ। আবেগে একেবারে কেঁদেই ফেললেন তিনি ভরা মজলিসে।
আজ সোমবার, ২৯ ফেব্র“য়ারি, লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় একাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসর। আর সেখানেই সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে সেরা অভিনেতা ক্যাটাগরিতে অস্কার জিতে নেন টাইটানিক তারকা লিওনার্দো।
আর সেরা অভিনেতা ক্যাটাগরিতে লিওনার্দোর নাম ঘোষনার সাথেই চোখ থেকে জল গড়িয়ে পড়তে দেখা যায় কেট উইন্সলেটের। এখানেই শেষ নয়; লিও যখন বক্তব্য দিচ্ছিলেন মুগ্ধ পলকে তার দিকে তাকিয়ে আনন্দে কেঁদেছেন টাইটানিকের রোজ।