Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : মান্না দে ও লতা মঙ্গেশকরের গলায় বিখ্যাত গান ‘প্যায়ার হুয়া একরার হুয়া’। ১৯৫৫ সালে রাজকাপুরের পরিচালনায় ‘শ্রী ৪২০’ ছবির এই বিখ্যাত গানটি আবার ফিরছে সিনেমায়। প্রায় ৫১ বছর পরে। সৌজন্যে করণ জোহরের পরিচালনায় ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবি। নির্জন রাস্তায় প্রবল বৃষ্টিতে ছাতা মাথায় যাচ্ছেন দুই তরুণ-তরুণী। অন্ধকার রাস্তায় আলো ছড়াচ্ছে ল্যাম্প পোস্ট। শুধু এই দৃশ্যকল্পই নয়, নতুন করে ব্যবহার করতে চলা এই গানের অংশটির শুটিংও হবে সাদা কালোয়।
আর সেই গানে রাজকাপুর ও নার্গিসের বদলে দেখা যাবে রণবীর কাপুর ও সোনম কাপুরকে। আর গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ ও শ্রেয়া ঘোষাল। আসলে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে কাপুর পরিবারের প্রধানের ভূমিকায় অভিনয় করছেন ঋষি কাপুর। তাঁরই যৌবনে দেখা ‘শ্রী ৪২০’ ছবির এই বিখ্যাত গানটি ফিরে আসবে তাঁর স্মৃতি রোমন্থনে। ছবিতে অবশ্য শুধু এই গানের দৃশ্যেই দেখা যাবে রণবীর ও সোনমকে। ছবির অভিনেতা-অভিনেত্রীর তালিকায় আছেন ঋষি কাপুর ছাড়াও আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও ফাওয়াদ খান।