Thu. Sep 18th, 2025
Advertisements

2kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ :  জেলার জোহরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বেনজির আলী (২৫) নামের বাংলাদেশি এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ভারতীয় অংশে গঙ্গা নদীর ঘাংনীপাড়া এলাকায় নুরপুর ও চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়।
বেনজির আলী শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ধুলুর ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, বেনজির আলীর শরীরের নাভির নিচে বামপাশে গুলি লেগেছে। তবে শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
দুলর্ভপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড সদস্য তোজাম্মেল হক এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিতেই বেনজির নিহত হয়েছেন।