Wed. Sep 17th, 2025
Advertisements

3kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ :  স্ত্রীকে গলা টিপে খুনের পর খালু শ্বশুরকে ছুরিকাঘাতে খুন করেছে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার এয়াকুব নগর এলাকায়। এই ঘটনায় নিহতরা হলেন, মাকসুদুর রহমান (৩৫) ও আসমা বেগম (২৫)। মাকসুদুর সম্পর্কে আসমার খালু। আসমার স্বামী মো. হৃদয় পলাতক। তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানায়।
মালয়েশিয়া প্রবাসী হৃদয়ের সঙ্গে কয়েক বছর আগে আসমার বিয়ে হয়। তারপর মালয়েশিয়া গিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি দেশে ফেরেন। মাকসুদুর এয়াকুব নগরের আলিম দোভাষ কলোনির রুহুল আমিনের ছেলে। আসমাও একই এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, রাত পৌনে ৯টার দিকে দুজনকে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার দক্ষিণ মিজানুর রহমান খান বলেন, মাকসুদুরের এক ছেলে হৃদয়কে জানায় তার বাবার সাথে আসমার (হৃদয়ের স্ত্রী) অবৈধ সম্পর্ক আছে। এ কথা শুনেই ঘরে গিয়ে আসমাকে গলা টিপে খুন করে হৃদয়। এরপর ঘর থেকে বেরিয়ে হৃদয় বাসার কাছেই একটি চায়ের দোকানে যায়, সেখানে মাকসুদুর বসে ছিলেন। মাকসুদুরকে ছুরিকাঘাত করেই হৃদয় পালিয়ে যায়।