খোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : ১৯২৯ সালের ১৬ মে প্রথম বার অনুষ্ঠিত হয় একাডেমি পুরস্কার। আদর করে অনুরাগীরা যাকে অস্কার বলে ডাকে। ১৯২৭ এবং ১৯২৮ সালের জন্য ছবির জন্য প্রথম বার এই পুরস্কার দেওয়া হয়। তার পরের বছর ১৯৩০ সালে এপ্রিল এবং নভেম্বর মাসে দু’-দু’বার এই পুরস্কার দেওয়া হয়। অস্কার নিয়ে সাতটি অজানা কথা।
ক্স অস্কার পুরস্কার জয়ীদের একটি চুক্তিপত্রে সই করতে হয়। তাঁদের অঙ্গীকার করতে হয় যদি তাঁরা পুরস্কারটি বিক্রি করেন তবে প্রথমে অ্যাকাডেমিকেই এক ডলারের বিনিময় বেচতে হবে। যদি তাঁরা তা না করেন তবে ট্রফি নিজেদের কাছে রাখতে পারবেন না। এই আইনটি ১৯৫০ সাল থেকে চালু হয়েছে।
ক্স লস অ্যাঞ্জেলেসের হলে ছবি না দেখানো হলে সেই ছবি অস্কারের জন্য মনোনীত হয় না।
ক্স রাইট-ইন-ভোটের মাধ্যমে প্রথম বার অস্কার জেতেন হাল মোর। ১৯৩৫ সালে ‘আ মিডসামার নাইটস ড্রিমের জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জেতেন হাল।
ক্স ১৯৮৩ সাল থেকে ২০০৭ সাল, ২৪ বছরে কুড়ি বার মনোনয়ন পেলেও এক বারও অস্কার ভাগ্যে শিকে ছেড়েনি সাউন্ড রেকর্ডিস্ট কেভিন ও’নিলের।
ক্স ১৯৯২ সালে ‘সাইলেন্স অফ ল্যাম্ব’ ছবিতে নরখাদক ডঃ হ্যানিবল লেক্টরের চরিত্রের জন্য সেরা অভিনেতার অস্কার জেতেন স্যর অ্যান্থনি হপকিন্স। এই প্রথম বার মাত্র ১৬ মিনিটের রোলের জন্য কেউ সেরা অভিনেতার পুরস্কার জেতেন।
ক্স সাড়ে তেরো ইঞ্চি লম্বা অস্কারের ট্রফির ওজন সাড়ে আট পাউন্ড।
ক্স ২০০০ সালে চুরি যায় ৫৫টি ট্রফি। জঞ্জালের মধ্যে থেকে উদ্ধার হয় ৫২টি ট্রফি। তবে খোঁজ পাওয়া যায়নি তিনটি ট্রফির।