Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : বলিউডে গেলো সপ্তাহে মুক্তি পেয়েছে অনিল কন্যা সোনম কাপুর অভিনীত ‘নীরজা’ ছবিটি। নীরজা নামক এক নারী বিমানকর্মীর জীবনীর উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি ইতোমধ্যেই আলোচনায় এসেছে।
মন জয় করেছে দর্শক ও সমালোচকদের। বক্স অফিস সাফল্যও অবাক করা। মাত্র ১০দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৫০ কোটি রুপি।
ছবিটি ভারতে মোট ৬৭১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটির আয় ছিলো মাত্র ২৯ কোটি রুপি। তবে মুক্তির দ্বিতীয় সপ্তাহেই শনিবার ও রোববার ৫০ কোটির ক্লাবে ঢুকেছে ছবিটি।
নিজের নতুন ছবির সাফল্যে সোনম নিজেও উচ্ছ্বসিত। জানিয়েছেন ছবির সফলতার জন্য ভালো অভিনয়ের পাশাপাশি ভালো গল্পেরও প্রয়োজন হয়।
প্রসঙ্গত, বলিউডে নারী কেন্দ্রিক ছবিগুলোর এমন সাফল্য সবসময় ঘটেনা। এর পূর্বে এমন ঝড় তুলেছিলো বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’।