খোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : বলিউডে বছরের শুরুতে ব্রেক-আপের ট্রেন্ড শুরু করেছিল রণবীর-ক্যাটরিনা জুটি। এবার বিয়ের উদ্বোধন করলেন প্রীতি জিনটা। গত ২৯শে ফেব্র“য়ারী প্রীতি জিনটা লস এঞ্জেলসে বিয়ে করেছেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের দাবি। এবার বিয়ের বাদ্য যেন সালমানের ঘরেও বাজতে শুরু করেছে।
সালমানের বর্তমান প্রেমিকা লুলিয়া ভেঞ্চুরের সাথে প্রেম ও বিয়ে নিয়ে নিত্যদিনই মুখরোচক কাহিনী শোনা যাচ্ছে। এসব কাহিনীতে ঘি ঢেলেছে সালমান-লুলিয়ার এয়ারপোর্টের চুম্বন দৃশ্য।
তবে একটি বিশ্বস্ত সুত্র হতে জানা যায়, সালমানের পরিবারের সকলে সালমানকে অতি শীঘ্রই লুলিয়াকে বিয়ে করতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, সালমানের পরিবার এর জন্য সালমানকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এপ্রিলের মধ্যে তার পরিবারকে জানাতে হবে সালমান লুলিয়াকে বিয়ে করবেন কিনা?
সালমানের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে জুলাই, নভেম্বর বা ডিসেম্বর সালমানের বিয়ে সম্পন্ন হতে পারে।–সুত্র: বলিউড ট্যাবলয়েড।