খোলা বাজার২৪, শুক্রবার, ৪ মার্চ ২০১৬: শিগগিরই শুরু হচ্ছে পরিচালক সঞ্জয় গুপ্তের ‘কাবিল’ ছবির শুটিং। এতে হৃতিক রোশনের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন ইয়ামি গৌতম। ইয়ামির মতে, হৃতিকের সঙ্গে এই ছবিতে করার অফার পেয়ে একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি।
ইয়ামিকে ‘মোস্ট লাভেবল গার্ল’ বলা হয়। সেই ইয়ামি বলছেন, ছবিটিতে হৃতিকের সঙ্গে ভালবাসার সম্পর্ক নিয়ে রীতিমতো ভীত তিনি। যখনই হৃতিকের কথা তার মনে আসে তখনই তার কথা বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়!
অনবরত বকবক করতে ভালোবাসেন ইয়ামি। কিন্তু হৃতিকের প্রসঙ্গ আসলে তাও করতে পারছেন না তিনি।
হৃতিকের সঙ্গী হবেন, আর নাচতে হবে না তা কি হয়? অথচ সেখানেও কি করবেন তাও বুঝতে পারছেন না ইয়ামি।