Mon. Sep 15th, 2025
Advertisements

16kখোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মীর কাসেম আলীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা আইনজীবী আমরা কোনো অপরাধকে সমর্থন করি না। তবে সর্বোচ্চ আদালত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে মীর কাসেম আলীর আপিলের রায়ের ক্ষেত্রে ন্যায়বিচার করবে বলে আশা করছি। আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, বিভিন্ন মহল থেকে এই মামলায় বিচারাধীন বিষয়ে যেসব বক্তব্য ও বিবৃতি আসছে, তা এই মামলার ন্যায়বিচারের ক্ষেত্রে বাধা হবে না। তিনি বলেন, সরকারের দুই মন্ত্রী মীর কাসেম আলীর বিচারাধীন বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল। আমরা সুপ্রিম কোর্ট বার সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছি। মঙ্গলবার মীর কাসেম আলীর আপিলের ওপর রায়ের জন্য দিন ধার্য রেখেছে আপিল বিভাগ।