Mon. Sep 15th, 2025
Advertisements

26kখোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : ঢাকা: আগামী ৩১ মার্চ পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময় সীমার মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী ও নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান শাজাহান খান।১ এপ্রিল থেকে যদি হাজারীবাগ ট্যানারি সরিয়ে না নেয়ার কারণে ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানি প্রভৃতি বন্ধ করে দেয়া হয় তাহলে নদী রক্ষা কমিশনের কোন কিছু করার থাকবে না বলে তিনি হুঁশিয়ারী করেন।
মন্ত্রী হাজারীবাগে 'হাজারীবাগ টেকনোলজি ইনস্টিটিউট' এর অডিটরিয়ামে ট্যানারি শিল্প মালিক-শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এই কথা বলেন। এ সময় তার সঙ্গে গৃহায়ণ ও গণ পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেরফ হোসেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রমূখ উপস্থিত ছিলেন।
শাজাহান খান আরও বলেন, শেখ হাসিনার সরকার নদী রক্ষা করতে বদ্ধপরিকর। নদী না বাঁচলে দেশ বাঁচবে না। দেশকে রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে। ট্যানারীর বর্জ্য বুড়িগঙ্গা নদীকে গিলে খাচ্ছে। বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে। এ জন্য যা যা করার দরকার সরকার তাই করবে। নদীকে বিশুদ্ধ করতেই হবে।'