খোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : ‘চুপ চুপ চুপ/ অনামিকা চুপ/ কথা বলো না’- কথার গানটি পপগুরু আজম খানের। নব্বইয়ের দশকে এই গান শুনেনি এমন শ্রোতা খুঁজে পাওয়া কঠিন। সেই পরিচিত গানটি এবার নিজের কণ্ঠে গাইলেন ঢাকাই চল”িচত্রের নন্দিত চিত্রনায়িকা শাবনূর। একেবারে চমকে দিলেন সবাইকে!
গেল ৫ মার্চ চল”িচত্র প্রযোজক শাহীন কবিরের জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। সেখানে পুত্রসহ হাজির হয়েছিলেন শাবনূর। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি মাইক্রোফোন হাতে এই গান গেয়ে সকলকে মুগ্ধ করেন।
জন্মদিন অনুষ্ঠানে বসে তারকাদের মেলা। সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান, অমিত হাসান, নিরব, ইমন, জায়েদ খান, চিত্রনায়িকা নিপূন, পপি, মডেল অভিনেত্রী তিথি কবিরসহ আরো অনেক। রাত বাড়তে থাকে, বাড়তে থাকে অতিথির আগমন। শাহীন কবিরের চল”িচত্রের একাধিক সহকর্মী বন্ধুরাও ছুটে আসেন তাকে শুভেচ্ছা জানাতে।
এ সময় চিত্রনায়িকা শাবনূর বলেন, ‘আমাদের চল”িচত্রের এই মহামন্দার সময়ে আসলে শাহীন ভাইয়ের মতো ভালো মানুষের খুবই প্রযোজন। এমন আধুনিক চিন্তার মানুষেরাই পারবেন চল”িচত্রের প্রকৃত উন্নয়ন করতে। তার জন্মদিনে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।’
অনুষ্ঠানে গান আর নৈশভোজে অংশ নেন সকলেই। কন্ঠশিল্পী ধ্রুব গুহ গেয়ে শোনান তার জনপ্রিয় গানের চার লাইন। এছাড়া চিত্রনায়ক ইমন আসেন সস্ত্রীক, সহপ্রযোজকেরাও ফুল নিয়ে আসেন তাকে শুভেচ্ছা জানাতে। মাইক্রোফন হাতে গান ধরেন অমিত হাসানও।