Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : খুবসুরত থেকেই ফাওয়াদ খান জানিয়ে দিয়েছিলেন পর্দায় চুমু তিনি খাবেন না। কিন্তু কারণ সম্পর্কে কিছু খোলসা করেননি তিনি। তবে এবার বললেন। জানালেন কেন চুমু খেতে রাজি হন না তিনি।
ফাওয়াদ খান জানিয়েছেন অনস্ক্রিনে নায়িকাকে চুমু খেতে তিনি অস্বস্তি বোধ করেন। শুধু চুমু কেন? যে কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেই নাকি অস্বস্তি হয় তাঁর। তাই যতটা সম্ভব এমন দৃশ্য থেকে দূরেই থাকতে চান তিনি। ছবিতে সই করার পর ক্যামেরার সামনে চুমু খাব না বলার থেকে আগেভাগেই বলে দেওয়া ভালো। সেটাই করেছেন ফাওয়াদ।
এ মাসেই রিলিজ় করবে তাঁর কাপুর অ্যান্ড সনস। ছবিতে তিনি ছাড়াও আছেন সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। শোনা গেছে, সিদ্ধার্থ আর আলিয়ার মধ্যে নাকি ঘনিষ্ঠ দৃশ্য দেখা যাবে ছবিতে। কিন্তু ফাওয়াদের সঙ্গে আলিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি।