Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬ : প্রেম ভেঙেছে। তাই প্রাক্তন রণবীর কাপুরের বাংলো যে ক্যাটরিনা কইফ ছাড়বেন এটাই তো স্বাভাবিক। কিন্তু আসল খবর অন্য। ক্যাটকে নতুন বাড়ি খুঁজে দিতে কে সাহায্য করছেন জানেন? তিনি রেশমা শেট্টি। সলমন খানের সেক্রেটারি!
গত রবিবারই দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। বান্দ্রায় বেশ কয়েকটি বাড়ি দেখেছেন তাঁরা। কিন্তু কোনও বাড়ি এখনও তাঁদের পছন্দ হয়নি। এমনিতেই বলি-টাউনে কেউ সমস্যায় পড়লে সাহায্যে এগিয়ে আসেন সল্লু মিঞা। আর ক্যাটরিনার ক্ষেত্রে যে ভাইজান একটু বেশিই স্পর্শকাতর হবেন, সে আর আশ্চর্য কী?
তবে কি ‘সিলভার স্যান্ডস’-এর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে শেষে কি খান-বাংলোতেই গিয়েই উঠবেন নায়িকা? এমন জল্পনায় ঘুরছে বলি-মহলের আনাচে-কানাচে।