খোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬ : ‘নারী’ হওয়ার ইচ্ছা পোষণ করে বলিউড তারকা শাহরুখ খান বলেন, ‘আমার কখনও কখনও মনে হয়, আমি যদি নারী হতাম! নারী হওয়ার চেয়ে ভালো আর কিছুই নেই। তাদের মতো সাহস, মেধা, ত্যাগের মহিমা, নিঃস্বার্থ ভালোবাসা ও সৌন্দর্য পুরুষদের নেই।’
শাহরুখ আরও বলেন, ‘আমি পৃথিবীর সব নারীর ভক্ত। প্রত্যেককে সমানভাবে ভালোবাসি। নারীর ক্ষমতায়ন, নারীশক্তি ও নারীর স্বাধীনতা সম্প্রসারিত হলে তারা সবক্ষেত্রে নিজেদের চাহিদা কাজে লাগাতে পারবে। এই নারী দিবসে আমি প্রত্যেক নারীকে ধন্যবাদ জানাই।’
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক টুইটার বার্তায় এ কথা বলেন।
এর আগে নিজের প্রযোজিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শাহরুখ নিজের আগে ব্যবহার করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম। নারী-পুরুষ সমতা আনতে বলিউডের আর কোনো অভিনেতা এমন পদক্ষেপ নেননি।