Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : বলিউডের তুমুল জনপ্রিয় ও সমালোচিত নায়ক সালমান খান। তিনি তার চলচ্চিত্রের কারণে যেমন অনেক জনপ্রিয়তা পেয়েছেন, ঠিক তেমনি বিভিন্ন মামলার কারণে সমালোচনার শিকার।
১৭ বছর পূর্বের অস্ত্র মামলার জন্য আজ ভারতের যোধপুরের এক আদালতে সালমান খান হাজিরা দিতে যান। সেখানে আজ তার জবানবন্দী নেয়া হয়। সেখানে আজ তিনি নতুন করে জবানবন্দী দেন এবং আগের জবানবন্দী মিথ্যা বলে শিকার করেন।
সালমান খান আদালতে জানান, পূর্ববর্তী জবানবন্দী দেয়ার পেছনে পুলিশের তোপ রয়েছে। সেদিন তিনি বলেছিলেন এই অস্ত্র তার নিজের এবং তিনি দোষী নন।
এই মামলার আগামী শুনানি ৪ই এপ্রিল হবে বলে জানা যায়। সালমানের আইনজীবী জানান, তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি কোন ভুল করেনি।
১৯৯৮ সালে অন্যায়ভাবে ২টি হরিণ শিকারের কারণে সালমানের সাথে আরও কয়েকজন বলিউড তারকার উপরে এই মামলা করা হয়েছিল। এই মামলায় যদি সালমানের বিপক্ষে রায় আসে, তাহলে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে।