Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : সাইফ আলী খানকে বিয়ে করে সুখেই সংসার করছেন কারিনা কাপুর খান। কিন্তু হটাৎ কি এমন হল যে সাইফকে ছেড়ে সহ অভিনেতা অর্জুন কাপুরকে বিয়ে করতে চাইছেন তিনি। শুনতে অবাক লাগলেও এমনটাই জানিয়েছেন খোদ কারিনা।
অর্জুন আর কারিনা জুটির প্রথম ছবি ‘কি অ্যান্ড কা’র প্রমোশনাল চলছে এখন। কদিন আগেই বের হয়েছে ট্রেলার এবং গান। ছবিতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যেই অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন বেবো।
আর প্রমোশনাল ইভেন্টে গিয়ে কারিনা জানান, ‘সাইফকে ছেড়ে অর্জুনকে আমি বিয়ে করবো’। কারণ অবশ্য সিনেমার কাহিনী ঘিরে। এতে অর্জুনকে হাউজ হাজব্যান্ড হিসেবে দেখা যাবে। বাড়িতে থেকে তিনি ঘর গোছান, রান্না করেন। এক কথায় একজন গৃহবধূ যা করেন, সিনেমাতে তাই করতে দেখা যাবে অর্জুন কাপুরকে। অর্জুন চরিত্রটির জন্য অনেক খেটেছেন। রান্না শিখেছেন, আরো অনেক কিছু শিখেছেন।
আর অর্জুনের এই প্রস্তুতি দেখেই পাগল হয়ে গেছেন কারিনা। তিনি জানিয়েছেন, অর্জুন যা করেছেন, তা অসাধারণ। তারপরেই তিনি বলেন, সাইফকে ছেড়ে তিনি অর্জুন কাপুরের সঙ্গে ঘর বাঁধবেন।
অর্জুন কাপুর তো আগেই বলেছেন কারিন তার স্বপ্নের নায়িকা। আর সেই নায়িকার কাছ থেকে এমন প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তবে কারিনার এমন মজা কি সাইফের ভালো লাগবে। কারণ কদিন আগেই অর্জুন গভীর রাতে কারিনাকে ফোন দিতেন আর তাতে খুবই রেগে ছিলেন সাইফ। তবে এখন পর্যন্ত সাইফ কারিনার মন্তব্যের কোন জবাব দেন নি।