Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪, শনিবার, ১২ মার্চ ২০১৬ : বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের প্রস্তাব। তাও আবার বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের পক্ষ থেকে! প্রিয়াঙ্কাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন বাদশা!
চমক মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছিল। পিগি চপসকে ‘উইল ইউ ম্যারি মি’ বলেওছিলেন বাদশা। তবে দিনটা আজকের নয়। অনেক বছর আগেকার কথা। তখন প্রিয়াঙ্কা চোপড়া আজকের ‘কোয়ান্টিকো’ স্টার হয়ে ওঠেননি। সবে পা রাখছেন বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে।
মিস ইন্ডিয়া প্যাজেন্টে বিচারকের আসনে শাহরুখ খান। আর প্রতিযোগী প্রিয়াঙ্কা চোপড়া। কে হবেন মিস ইন্ডিয়া তা নিয়ে সবার মনে উত্তেজনা। বিচারকের আসন থেকে প্রিয়াঙ্কা চোপড়ার দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন বাদশা, ‘মহম্মদ আজহারউদ্দিন, কোনও ব্যবসায়ী নাকি আমি, তুমি কাকে বিয়ে করবে?’
সেদিন বাদশাকে রিফিউজ করেছিলেন প্রিয়াঙ্কা। জানিয়েছিলেন যে তিনি আজহারউদ্দিনকেই বিয়ে করতে চান। তাঁর উত্তরে রেগে যাননি শাহরুখ। বরং সেদিনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি নম্বর নিয়ে মিস ইন্ডিয়া হয়েছিলেন প্রিয়াঙ্কা।