খোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : বলিউড থেকে উধাও দীপিকা। নেই কোনো খবরে, নেই কোনো কাজে। ব্যস্ত সময় কাটিয়ে যাচ্ছেন ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির শুটিংয়ে। ভক্তরা অবশ্য ভোলেননি তাঁর কথা। ভুলবেনই বা কীভাবে, দীপিকার মতো ‘ওয়ান্ডার ওম্যান’কে কি আর সহজে ভোলা যায়?
‘ওয়ান্ডার ওম্যান’ প্রসঙ্গ নিয়ে অবাক হতেই পারেন যে কেউ। ‘ট্রিপল এক্স’ মারদাঙ্গা ছবি বটে, তবে এর মধ্যে তো সুপার হিরো, সুপার হিরোইন ঘরানার কোনো চরিত্র নেই। মজার বিষয় হলো, দীপিকাকে ‘ওয়ান্ডার ওম্যান’ হিসেবে আখ্যা দিচ্ছেন তাঁর সহশিল্পীরাই, ছবির চরিত্রের জন্য নয়।
দীপিকা পাড়ুকোনের ভক্তদের খোলা একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ‘ট্রিপল এক্স’ ছবির এই নতুন কিস্তির তারকা রুবি রোজকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘দীপিকা কেমন?’ এর উত্তর দিতে গিয়ে বিনয় আর মুগ্ধতায় ভেসেছেন যেন ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ তারকা রুবি—‘কোত্থেকে যে শুরু করি! ও (দীপিকা পাড়ুকোন) খুবই মেধাবী আর বিনয়ী। চমৎকার তার অভিনয়, আর মানুষ হিসেবেও খুব ভালো। আমি ওকে খুবই ভালোবাসি। তোমরা আসলেই এক ওয়ান্ডার ওম্যানের ভক্ত!’
দীপিকার প্রতি মুগ্ধতা অবশ্য কেবল রুবিই প্রথম দেখালেন না। ভিন ডিজেল থেকে শুরু করে ছবির নির্মাতা ডিজে কারুসো, সবাই বন্দনা করেছেন ‘মাস্তানি’র, করে চলেছেন। কেবল কি প্রচারণা, নাকি মুগ্ধতার সহজাত প্রকাশ? উত্তর অবশ্য এ বছর মিলছে না, অপেক্ষা একটু লম্বাই হতে যাচ্ছে দীপিকা-ভক্তদের।
আগামী বছর, অর্থাৎ ২০১৭ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’।