খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ : কয়েকদিন আগে আলিয়া নিজের ভালবাসার কথা অনেকটা খোলাভাবে জানিয়ে দিলেও তার ভালবাসার ঘরে অশান্তির আগমন ঘটেছে। সিদ্ধার্থ ও আলিয়ার মাঝে ব্যাপক ঝগড়া হয়েছে বলে বলিউডের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল থেকে জানা যায়।
আলিয়ার সাবেক প্রেমিক আলিকে নিয়ে তৈরি হয়েছে এই দ্বন্দ্ব। সিদ্ধার্থ ও আলিয়া একই বন্ধুর জন্মদিনের দাওয়াতে একত্রিত হয়েছিলেন সেখানে আলীও এসেছিলেন। আলিয়া ও আলী একে-অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তখন পর্যন্ত সব ঠিক ছিল এবং সিদ্ধার্থও তাদের কথাবার্তায় কোন বাঁধা দিতে আসেন নি।
কিন্তু আলিয়া যখন আরও বেশি কথা বোলার আগ্রহ প্রকাশ শুরু করেন তখন সিদ্ধার্থ রেগে যায়। তারা অনুষ্ঠানের মাঝেই ঝগড়া শুরু করেন। তারপর আলিয়া কোনরকমে সিদ্ধার্থকে নিয়ে সেখান থেকে বের হয়ে যান। কিন্তু এরপরও তাদের মাঝে খুনসুটি চলতে থাকে। অবশেষে আলিয়া তার সামাজিক যোগাযোগের সকল মাধ্যমে আলিয়াকে ব্লক করে দেন। তারপর আবার এই যুগলের মাঝে সব স্বাভাবিক হয়ে উঠে।