Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ : বিয়ে করেছেন গায়িকা আকৃতি কক্কর। জানেন পাত্রটি কে? হবু বরকে নিয়ে খুব বেশি গোপনীয়তা ছিল না আকৃতির। অনেকেই জানতেন, পরিচালক চিরাগ আরোরার সঙ্গে ডেট করেছিলেন তিনি। গত ৮ মার্চ সেই চিরাগের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। টুইটারে বিয়ের ছবি শেয়ার করেছেন গায়িকা। ভারতের জয়পুরে এক বিলাসবহুল অনুষ্ঠানে তাঁর বিয়ে হয়। রাজস্থানের ট্র্যাডিশনাল গয়নায় ঘাগরা চোলিতে সেজেছিলেন আকৃতি। তিনি জানিয়েছেন, ‘মা আর আমি বিয়ের শপিং করেছি। মা’র পছন্দে সবসময়ই আমার আস্থা রয়েছে।’
আপাতত কেরিয়ার থেকে দিন কয়েকের ব্রেক নেবেন আকৃতি। কারণ বরের সঙ্গে হনিমুনে যাচ্ছেন যে তিনি! তবে সেটা কোথায় তা খোলসা করেননি। সোশাল মিডিয়ায় ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।