খোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬: মনে হয় এই উইকএন্ডে মুখ খোলার ব্যাপারে একটু বদ্ধ পরিকর ছিলেন করণ জোহার। শাহরুখ এবং ঐশ্বর্য রাই ব”চন নিয়ে তিনি কয়েকটি বিষয়ে মুখ খুললেন। তবে বিষয়টি সেরকম কিছু নয়। তিনি এদিন বলেন এর পরের “কফি উইদ করণ” শোর প্রথম গেস্ট হবেন শাহরুখ খান। এবং তাঁর পরবর্তি সিনেমা “ইয়ে দিল হ্যায় মুসকিলে” ঐশ্বর্যর নাম হবে সবা তালিয়ার খান।
এছাড়াও এই সিনেমাটিতে আছেন রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মা এই সিনেমায় তাঁদের কি নাম হবে সেটাও বলেদিয়েছেন করণ। তাঁদের নাম হতে চলেছে আয়ান এবং আলিজেহ। বহুদিন পরে আবার করণ সিনেমা তৈরিতে নেমেছেন।
আপনাদের জানা উচিত এই সময় শাহরুখ ফ্যান এবং রইজ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। ফ্যান রিলিজ হতে চলেছে ১৫ এপ্রিল। এবং রইজের সঙ্গে ডুয়েট হতে চলেছে সলমনের সুলতানের। এবং ঐশ্বর্য এই মুহুর্তে ব্যস্তা “সরবজিৎ” সিনেমার শ্যুটিংয়ে।