Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49kখোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬: বিস্কুট কে না খান? কিন্তু বিস্কুট কি কারো জীবনে প্রভাব ফেলতে পারে! অনেকেই হয়তো এক কথায় না করে বসবেন, কিন্তু বিদ্যা সিনহা মিমের জীবনে নাকি এই বিস্কুটই প্রভাব ফেলে চলেছে। চোখ ছানাবড়া হওয়ার মতই অবস্থা, তাই না! তবে চোখ ছানাবড়া হওয়ার আগেই ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি- ডেকো গ্রুপের বিস্কুট ‘কুকিজ’ মিমের জীবনে প্রভাব ফেলছে। হ্যাঁ, ঘটনা সত্যি। কারণ কুকিজ-এর বিজ্ঞাপন নিয়েই বর্তমানে ব্যস্ত আছেন তিনি।
বিজ্ঞাপনের দৃশ্যে দেখা যাবে, মিমের চলাফেরা জীবন-যাপনে বেশ প্রভাব বিস্তার করছে এটি। সবকিছুতে সবসময়ই মিমের এখন কুকিজ ছাড়া চলছে না। তা থেকে নিজেকে সংবরণও করতে পারছেন না। বিজ্ঞাপনটির নির্মাণ কাজ চলছে। তারই শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
বিজ্ঞাপনটির নির্দেশনা দিচ্ছেন মেহেদী হাসিব। রাজধানী তেঁজগাওয়ের কোক স্টুডিওতে আজ থেকে শুরু হওয়া বিজ্ঞাপনটির শুটিং চলবে আরও দুদিন।
পরিচালক মেহেদী হাসিব জানিয়েছেন, ‘আমরা যে পণ্যটি নিয়ে কাজ করছি, কিংবা নিরীক্ষা করছি সেটি সবার জন্য। কিন্তু এর বাইরের অভিজাত্যের ছোঁয়া রয়েছে। আর মিমকে আমরা এ পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করিয়েছি। কারণ এখন যারা বিজ্ঞাপনে কাজ করছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন।’
তিনি বলেন, ‘বিজ্ঞাপনের সঙ্গে জিংগেল রয়েছে। যেটি জ্যাজ ঘরানার। দর্শকদের ভিন্নমাত্রার একটি ফ্লেভার দেওয়ার জন্য আমরা জ্যাজ সংযুক্ত করেছি। আর সঙ্গীত পরিচালনা করছেন সন্ধী।’
পরিচালক আরও জানিয়েছেন, ‘মিম এর মতো গ্ল্যামারাস মেয়ের সাথে এ ধরনের বিজ্ঞাপনগুলো ভাল যায়। আর এ জন্যই মিমকে মাথায় রেখে বিজ্ঞাপনের থিমটি তৈরি করা। কুকিজের এ বিজ্ঞাপনটির মধ্যে ফ্যাশন ফটোগ্রাফি আর প্রোডাক্ট ফটোগ্রাফি এ দুয়ের সম্মিলন ঘটবে। এ বিজ্ঞাপনের দুটি ভার্সন হবে। বাংলা আর ইন্ডিয়ান। সেখানকার চারটি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারের কথা শুনেছি। আর এক সপ্তাহের মধ্যেই টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে।’
এদিকে মিম একই পরিচালকের নির্দেশনায় এর আগে আপন জুয়েলার্সের ডায়মন্ডের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। আর নতুন এ বিজ্ঞাপনটি নিয়ে মিম জানিয়েছেন, এর আগে মেহেদি হাসিব ভাইয়ের পরিচালনায় আরেকটি বিজ্ঞাপনের কাজ করেছিলাম। সেটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। আশা করি সেটির ধারাবাহিকতায় এটিও সবার পছন্দ হবে।
এদিকে সেট পরিচালনায় আছে আর্ট ডট থ্রি প্রোডাকশন। ক্যামেরায় রাজু রাজ। কোরিওগ্রাফার পনি আবেদিন। কসটিউম স্টাইলিং এ জাহিন। আর স্থিরচিত্রে রয়েছেন ইকবাল আহমেদ।
মিম ২০১৪ সালে খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এদিকে মোহাম্মদ রফিকউজ্জামানের চিত্রনাট্যে ‘দাগ’ ছবিটি পরিচালনা করছেন তারেক শিকদার। এখানে মিম অভিনয় করছেন চিত্রশিল্পীর ভূমিকায়। বাপ্পির সঙ্গে এটি তাঁর দ্বিতীয় ছবি। ‘দাগ’-এর কয়েকটি দৃশ্যে শুটিং করার জন্য আবারও শিগগিরই সিলেটে যাবেন মিম