Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : অর্জুন কাপুর ও কারিনা কাপুর খান কি অ্যান্ড কা ছবিতে এক দম্পতির চরিত্রে অভিনয় করছেন। তাই তাঁদের চুমুতে কোনও দোষ নেই। এ কথা জানিয়েছেন সেন্সর বোর্ডের চিফ পহেলাজ নিহলানি। তাই আনকাট অবস্থাতেই তাঁদের লিপ লক সিন ছেড়ে দিয়েছে বোর্ড।
যৌনতা থেকে শুরু করে চুমু, এ সব সিন শুট করতে গেলেই পরিচালকদের মাথার উপর সেন্সর বোর্ডের খাঁড়া ঝোলে। আর বাল্কিরও নিশ্চয়ই মনের মধ্যে দ্বন্দ্ব ছিল, অর্জুন করিনার লিপ লক সেন্সর বোর্ড ছেড়ে দেবে তো?
আর কারিনা? সাইফকে দেওয়া কথার খেলাপ করে তিনি অর্জুন কাপুরকে ছবিতে কিস করেছেন? স্রেফ ছবিটি ভালো করার জন্য। তাঁর এই চেষ্টা মাঠে মারা যাবে না তো? সংশয় সবার মনেই ছিল। কিন্তু নির্দ্বিধায় সেই সিনকে ছেড়ে দিয়েছে সেন্সর বোর্ড। তাদের তরফে কোনও কাঁচি চালানোর প্রশ্নই ওঠেনি। কারণ একটাই। ছবিতে অর্জুন কাপুর ও কারিনা কাপুর বিবাহিত। বিবাহিতদের মধ্যে এসব তো হতেই পারে। এতে অশ্লীলতার কী আছে?
বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।